• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

একলাফে সোনার ভরি লাখ ছুঁইছুঁই

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৩:২২ এএম

একলাফে সোনার ভরি লাখ ছুঁইছুঁই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বেড়েছে। এর আগে কখনোই একলাফে সোনার দাম এতো বাড়েনি। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি এখন প্রায় লাখ টাকা ছুঁয়েছে।
শনিবার (১৮ মার্চ) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন দাম রোববার (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজস্বী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১. ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি পড়বে ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৮০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম হবে ৬৩ হাজার ৩০১ টাকা।


গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস সোনার দাম কমায়। যা ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়। এর আগে ৫ ফেব্রুয়ারি সোনার দাম কিছুটা কমানো হয়। ফলে ফেব্রুয়ারি মাসেই দুবার সোনার দাম কমায় বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৯২ হাজার ২৬২ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৬২ হাজার ৮৬৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরের ১৪ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চে ওঠে যায় সোনার দাম। সে সময় ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে দাঁড়ায় ৯৩ হাজার ৪২৯ টাকায়।

 

আরিয়ানএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ