• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঈদের আগে চিনির দাম সমন্বয় সম্ভব না: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০৪:২২ এএম

ঈদের আগে চিনির দাম সমন্বয় সম্ভব না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, কোরবানির ঈদের আগে চিনির দাম সমন্বয় সম্ভব না, কেননা বিশ্ব বাজারেই চিনির দাম চড়া। ঈদের পর চিনির দাম সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২২ জুন) সচিবালয়ে ‍‍`প্রেজেন্ট স্টাটাস অ্যান্ড ফিউচার প্রোচপেক্ট অব আয়ুর্বেদিক অব সিস্টেম অফ মেডিসিন ইন বাংলাদেশ‍‍` বিষয়ে জাতীয় সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব বলেন।

এসময় মন্ত্রী জানান, ‍‍`আমাদের দেশের ৯৯ ভাগ চিনিই আমদানিনির্ভর। ঈদের আগে দাম বৃদ্ধি বা কমানো নিয়ে আর বসার সুযোগ নেই। যেহেতু চিনি আমদানিতে কিছুটা খরচ বাড়ছে সেহেতু ঈদের পর চিনির দাম সমন্বয় করা হবে‍‍`।

তিনি বলেন, ‍‍`এখনই চিনির দাম বাড়াতে চাই না। ভোক্তা অধিকারকে বলব তারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে। কেউ ঈদের আগে অতিরিক্ত দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চেষ্টা আছে চিনির দামের ওপর ভ্যাট কমানো হবে‍‍`।

টিপু মুনশি বলেন, ‍‍`আমাদের হাজার বছরের চিকিৎসা ইতিহাসে আয়ুর্বেদের নিবিড় সম্পৃক্ততা রয়েছে। এ খাতে ভবিষ্যতে অনেক সম্ভাবনা রয়েছে। অ্যান্টিবায়োটিক খেতে খেতে এক সময় আমাদের শরীর অকেজো হয়ে পড়বে। এর বিপরীতে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিই বেশি উপকারী। আমাদের প্রধানমন্ত্রীও আয়ুর্বেদ পণ্য ব্যবহার করেন‍‍`।

মন্ত্রী বলেন, ‍‍`আয়ুর্বেদ নিয়ে ব্যাপক প্রচারণা চালানোর প্রয়োজন আছে। আমরা প্রচারে অনেক পিছিয়ে আছি। মানুষজন যেন এটা ব্যবহার করতে শুরু করে। এটা নিয়ে গবেষণা করারও প্রয়োজন রয়েছে। এতে আমাদের অ্যান্টিবায়োটিক নির্ভরতা কমবে। দেশের ফরেন কারেন্সিতে একটা পরিবর্তন আসবে‍‍`।

তিনি বলেন, ‍‍`দেশের মানুষ যখন আয়ুর্বেদ খেতে শুরু করবে তখন দেশের বাইরেও এ ধরনের ওষুধ বা কাঁচামাল রপ্তানি করা যাবে। তবে সবার আগে গবেষণা করে তা প্রচার করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। মানুষের কাছে এসবের উপকারিতা পৌঁছাতে হবে‍‍`।

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ