• ঢাকা সোমবার
    ২৬ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস

সোমবারের কর্মসূচি প্রত্যাহার এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের

প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৯:০৬ পিএম

সোমবারের কর্মসূচি প্রত্যাহার এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের

সিটি নিউজ ডেস্ক

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে সোমবারের কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঐক্য পরিষদ। তবে চেয়ারম্যানের অপসারণের দাবিতে তার সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে বিকেলে সংবাদ সম্মেলনে সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় পরিষদ। পরে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পরিষদের দাবির বিষয়ে স্পষ্ট করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এতে বলা হয়, এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়ন বিষয়ে গত ২২ মে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। সরকার আশা করেছিল অধ্যাদেশের বিষয়ে এনবিআরের কর এবং কাস্টমস ও ভ্যাট সার্ভিসের সব উদ্বেগের অবসান ঘটবে। কিন্তু ঐক্য পরিষদের সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছু অস্পষ্টতা রয়ে গেছে মর্মে প্রতীয়মান হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিস্থিতিতে এ বিষয়ে আরও স্পষ্ট করা হচ্ছে। যেমন- এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে এনবিআরকে শক্তিশালী এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি আলাদা করার কাঠামো কীভাবে প্রণীত হবে তা এনবিআর, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এ জন্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নতুন অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী আনা হবে। সংশোধনের আগ পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর করা হবে না।

অর্থ মন্ত্রণালয়ের এই আশ্বাসের পর রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদ জানায়, অর্থ মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট যে, এনবিআর বিলুপ্ত হবে না বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা হবে। প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। পাশাপাশি অংশীজনদের নিয়ে তাদের মতামতের ভিত্তিতে সংশোধন করা হবে। রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই ঘোষণাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়।

এই পরিপ্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সোমবার থেকে ঘোষিত কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হলো। তবে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি এখনও পূরণ হয়নি। তাই চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া ঘোষণা অনুযায়ী, অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে বিগত দিনের অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ঐক্য পরিষদ।

আর্কাইভ