• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০৬:১৫ পিএম

গাজীপুরে পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

গাজীপুরে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক বলেছেন, ‘দগ্ধ বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক।’

দগ্ধরা হলেন, আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ী এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং সে আগুন সিএনজি স্টেশনে ছড়িয়ে পড়ে। এ সময় কাভার্ডভ্যান ও পাশে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হয়।

এএস/এএল

আর্কাইভ