 
              প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৫:৪৬ এএম
 
                 
                            
              গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় মেরেজা বেগম (৪৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর চেংমারী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মেরেজা বেগম ওই গ্রামের ফুল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই গৃহবধূ মেরেজা বেগম তার বাবা মৃত মেনাজ উদ্দিনের বাড়িতে স্বামী ফুল মিয়াসহ বসবাস করে আসছেন। স্বামী ফুল মিয়া জীবিকার তাগিদে কৃষি শ্রমিক হিসেবে কাজের জন্য বগুড়ায় অবস্থান করছেন। তিন দিন আগে মেরেজা বেগমের সঙ্গে ভাই আয়নাল মিয়ার জমিজমা সংক্রান্ত বিষয়য়াদি নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে শনিবার সকালে শয়ন ঘরের ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, `মেরেজা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা বুঝতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।`
এসএএস
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      