• ঢাকা বুধবার
    ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরগুনা জেলা পরিষদ নির্বাচন: ভোটারদের আটকে রাখার অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ১০:২৩ পিএম

বরগুনা জেলা পরিষদ নির্বাচন: ভোটারদের আটকে রাখার অভিযোগ

আবুল বাসার নয়ন মৃধা

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের আটকে রাখার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই জেলা পরিষদ সদস্য প্রার্থীর নাম আবুল বাসার নয়ন মৃধা। তিনি আমতলী উপজেলা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

অভিযোগ উঠেছে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদেরকে আমতলী শহরের একটি হোটেলে ও এক ইউপি চেয়ারম্যানের বাসভবনে আটকে রাখা হয়েছে।

এ ব্যাপারে অপর সদস্য প্রার্থী আহুরুজ্জামান আলমাস খান অভিযোগ করে বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে নয়ন মৃধা ওই সকল ভোটারদের ডেকে এনে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে দলে টানতে ব্যর্থ হয়। এ কারণে তাদেরকে আটকে রেখেছেন। এ ব্যাপারে প্রার্থী আলমাস খান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আবুল বাসার নয়ন মৃধা বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। কোন হোটেলে কারা আছে তাও আমার জানা নেই। আমার প্রতিদ্বন্দ্বিরা এমন গুজব রটিয়েছে।’

বরগুনা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এবং সত্যতা মিললে ব্যবস্থা নেয়া হবে।’

জেইউ

 

আর্কাইভ