• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৭:৪৮ পিএম

ঝালকাঠিতে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসকের সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইন্দ্রনী দাস। এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, গণমাধ্যমকর্মী আল-আমিন তালুকদারসহ আরও অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্ধ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ দণ্ডের বিধান নিয়ে আলোচনা এবং ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিহার করার পরামর্শ।

এএল / এসএই

আর্কাইভ