• ঢাকা রবিবার
    ১৩ অক্টোবর, ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বরিশালে বিএনপির গণসমাবেশ সফল করতে ঝালকাঠিতে লিফলেট বিতরণ

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০৯:১৭ পিএম

বরিশালে বিএনপির গণসমাবেশ সফল করতে ঝালকাঠিতে লিফলেট বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে ঝালকাঠিতে প্রচারাভিযানে নেমেছেন ঝালকাঠি -২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। এ জন্য আজ বৃহস্পতিবার সকাল থেকে সাবেক এই সংসদ সদস্য দলীয় নেতাকর্মী নিয়ে ঝালকাঠি ও নলছিটি শহরের বিভিন্ন স্থানে লিফলেট ভিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেন।

সাবেক সংসদ সদস্য ইলেন ভূট্টোর লিফলেট বিতরণসহ এ প্রচারাভিযানে অংশ নেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রচারাভিযানে আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগদানের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচনসহ বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জনান সাবেক এই সংসদ সদস্য।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ