• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ১০:২৫ পিএম

পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

অনাবাদি ও পতিত জমি আবাদযোগ্য করে ফসল উৎপাদন বৃদ্ধি করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ে সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

বুধবার জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়ন ও বোদা পৌরসভার ৩৯ জন কৃষক-কৃষাণীর মাঝে ৩০ হাজার টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার পর্যন্ত মোট ২৪ লাখ টাকার ঋণের অর্থ বিতরণ করা হয়।  সোনালী ব্যাংক লিমিটেডের দিনাজপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার নাশির মন্ডলহাট বাজারে এক কৃষক সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই ঋণের অর্থ বিতরণ করেন। 

সোনালী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাসমত আলীর সভাপতিত্বে ঋণ বিতরণী সভায় অন্যান্যের মধ্যে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইয়েদ শাহজামাল, আব্দুল হাই, বোদা শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান ও ঋণ গ্রহীতা রাজিউল ইসলাম বক্তব্য রাখেন। সোনালী ব্যাংক বোদা শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান জানান, চলতি রবি মওসুমে বোদা শাখা থেকে ৪ পার্সেন্ট সুদে ৫ কোটি টাকার কৃষি ঋণ কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

এএল/

আর্কাইভ