• ঢাকা মঙ্গলবার
    ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের ১৪ বছর কারাদণ্ড

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ১০:৫৬ পিএম

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের ১৪ বছর কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় মেহেদী হাসান (১৮) নামে এক যুবককে ১৪ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করছে আদালত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এই রায় দেন। মেহেদী হাসান গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ গ্রামের জবেদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন না। মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের এক স্কুলছাত্রীকে মেহেদী হাসান স্কুলে যাতায়াতের সময় মেয়েটিকে প্রায়ই উত্যক্ত করতেন। 

২০১৮ সালের ৪ এপ্রিল স্কুলছাত্রী পলাশবাড়ী উপজেলার খামার জামিরা গ্রামে আত্মীয়ের বাড়ি যায়। ওই বাড়ি থেকে ১০ এপ্রিল বিকেলে পার্শ্বের রাস্তায় ঘুরতে গেলে ওৎ পেতে থাকা মেহেদী হাসান স্কুলছাত্রীটিকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। 

১৬ এপ্রিল স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক বলেন, আসামি মেহেদী হাসান সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।
 

এএল/

আর্কাইভ