• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

একই পরিবারের পাঁচজন পুড়ে ছাই

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৪:৪১ পিএম

একই পরিবারের পাঁচজন পুড়ে ছাই

চট্টগ্রাম ব্যুরো

বসত ঘরে আগুন লেগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর পারুয়া গ্রামের বসাকপাড়ার খোকন বসাকের বাড়িতে এ আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা বলেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে মাটির চুলায় লাকড়ি শুকাতে দিয়েছিল পরিবারের সদস্যরা। সেই লাকড়ি থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুনে পুড়ে অঙ্গার হয় কাঙ্গাল বসাক (৭৪), তার স্ত্রী নমিতা বসাক, তাদের পুত্রবধূ লাকি বসাক, লাকি বসাকের দুই সন্তান স্মরণিকা বসাক ও সৌরভ বসাক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ পাঁচটি উদ্ধার করে। এরপর মরদেহ রাঙ্গুনিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ ছাড়া দগ্ধ অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কীও বলেছেন, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয় এবং পরে তা বসতঘরে ছড়িয়ে পড়ে। রান্নাঘর ও বসতঘরের মধ্যে একটি ফাঁকা কক্ষে প্রচুর কাঠের লাকড়ি ও পাতা ছিল। সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাঁচজনের মৃত্যু হয়। একজন দগ্ধ হয়েছে, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

 

এনএমএম/

আর্কাইভ