• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাদামাটির মধ্যে মিলল সাড়ে ৩ কেজি স্বর্ণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৪:২২ এএম

কাদামাটির মধ্যে মিলল সাড়ে ৩ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বেনাপোল সীমান্তের দৌলতপুর ইছামতী নদীর তীরে কাদামাটির ভেতর থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার খবরে নজরদারি বাড়ানো হয়। এ সময় সন্দেহভাজন এক যুবক সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে ধাওয়া করা হয়। পরে তিনি একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যান। ওই ব্যাগে থেকে ২ কোটি ৬২ লাখ টাকার ছয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

আর্কাইভ