• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল শতাধিক ঘর

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৬:৫৯ এএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল শতাধিক ঘর

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুনে পুড়েছে রোহিঙ্গাদের বসত ঘর। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন লাগার এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই  পুড়ে গেছে শতাধিক ঘর।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করার তথ্য দিলেও কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ছৈয়দ হারুন অর রশীদ বলেন, শুক্রবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের জনৈক ব্যক্তির বসত ঘরে আকস্মিক আগুন লাগে। এতে আগুন মুহূর্তে আশপাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অন্তত শতাধিক বসত ঘর পুড়ে গেলেও কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

এডিআইজি বলেন, আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসে।

এটি

আর্কাইভ