• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৭:৩৯ পিএম

আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন নিয়ন্ত্রণে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়ায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল বাহার বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফতুল্লায় ফকির অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের ওই গাড়িটি। এ সময় চাষাঢ়ায় ওই গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জেকেএস/

আর্কাইভ