 
              প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০৫:২৫ পিএম
-20231206052541.jpg) 
                 ছবি: সংগৃহীত
বিএনপি ও সমমনা দলগুলোর দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানীর খিলগাঁওয়ে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের অধীনে চলা একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমাদের কাছে খবর আসে, খিলগাঁও তালতলায় দুর্বৃত্তরা (বিআরটিসি) অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে। খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      