 
              প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৬:০৪ পিএম
 
                 
                            
              মৌলভীবাজারের কমলগঞ্জে ট্যুরিস্ট পুলিশ এর আয়োজনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জি ও লাউয়াছড়া পুঞ্জিতে নৃতাত্বিক জনগোষ্ঠী শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ কামরুল ইসলাম চৌধুরী,  মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী জিডিশন প্রধান সুচিয়াং, লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী ফিলা পত্মি, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, দৈনিক খোলাচিঠির বার্তা সম্পাদক নান্টু রায়, যায়যায়দিন শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুমন, দৈনিক অবজারভার প্রতিনিধি সালাউদ্দিন শুভ, দি এশিয়ান এইজ প্রতিনধি মো. মোনায়েম খান, বাংলাদেশ বেতার প্রতিনিধি আর কে সোমেন,জাহেদ আহমদ প্রমূখ।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      