প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১০:২০ এএম
                 
                            
              সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার(১২ জানুয়ারী) শেষ রাতে নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামের বাসিন্দা, বাংলাদেশ খেলাফত আন্দলন কেন্দ্রীয় শুরা সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মাও.গাজী ইসমাঈল হোসেন ভাঁওয়ারী বাড়ী-ঘরে ও পার্শ্ববর্তী আঃমান্নান এর বাড়ীতে দুষ্কৃতিকারীরা আগুন দেয় এবং উভয় পরিবারের দুটি খড়ের গাঁদা পুড়ে ভষ্ম হয়ে যায়। এতে করে উভয় পরিবারের প্রায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার)টাকার ক্ষতি হয়। পরবর্তীতে স্থানীয়রা আগুন নিভাতে অক্ষম হলে মনোহরদীতে ফায়ার সার্ভিসে খবর দিলেতারা প্রায় ৩-৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী আঃমান্নান জানান,শেষ রাতে হঠাৎ লেলিহান আগুন দেখে আমি চিৎকার শুরু করলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে মনোহরদী ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার ধারণা বাড়ী-ঘর পুরে ফেলতে কিছু দুষ্কৃতিকারী আগুন লাগিয়েছে।
আরেক ভুক্তভোগী গাজী ইসমাঈল ভাঁওয়ারী জানান, দুষ্কৃতিকারীরা আমার ঘর-বাড়ী পুরে আমাকে নিঃস্ব করতেই বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। ইতিপূর্বে ও গত বছরের একই সময়ে আমার বাড়িতে তারা আগুন ধরিয়েছিল। আগুন নিভাতে সাহায্য করায় স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং দুষ্কৃতকারীরা যেন এধরণের কাজ আর করতে না পারে সে দিকে সতর্ক থাকতে আহ্বান জানান। এ ছাড়াও তিনি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মনির হোসেন জানান, ট্রিপল নাইনে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানতে পারেনি।