• ঢাকা শুক্রবার
    ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

নীলফামারীতে কাবাডি প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন সদর উপজেলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১০:০৮ পিএম

নীলফামারীতে কাবাডি প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন সদর উপজেলা

নীলফামারী প্রতিনিধি

তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে জেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছে। এতে বালক ও বালিকা দুই পর্যায়েই নীলফামারী সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)  দুপুরে শহরের টেনিস কমপ্লেক্সে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পুলিশ সুপার মোর্শেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জজ আদালতের পিপি আল মাসুদ চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইসমাইল হোসেন এতে বক্তব্য দেন। প্রতিযোগীতায় বালকে ডিমলা থানাকে হারিয়ে নীলফামারী সদর উপজেলা এবং বালিকা পর্যায়েও কিশোরগঞ্জকে হারিয়ে নীলফামারী সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, প্রতিযোগীতায় জেলার ছয় উপজেলার বালক পর্যায়ে ছয়টি ও বালিকা পর্যায়ে ছয়টি দল অংশগ্রহণ করে।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ