
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৪:৫৩ পিএম
ফরিদপুরে মহান মে দিবস ২০২৫ এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কবি জসীম উদ্দিন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতা কর্মীরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে জসীম উদ্দীন হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, "শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।