প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:২৮ পিএম
শাপলা কলি প্রতীকে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে ইসির সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়। আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করে দলটি।
হলফনামায় প্রার্থীর তথ্য সঠিকভাবে যাচাইবাছাই এবং অর্থ ব্যয়ের বিষয়ে ইসিকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। যারা নির্বাচনে কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথাও বলে।
গণভোটের প্রশ্ন নাহিদ ইসলাম বলেন, গণভোটের বিষয়ে সঠিকভাবে প্রচার করতে হবে। নয়তো জনগণের কাছে তথ্য পৌঁছাবে না।
ভোটের সময় অপতথ্য রোধে ইসিকে বিশেষ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।