• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দেশে আরও ৪৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ১০:২৮ পিএম

দেশে আরও ৪৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু না হলেও ভাইরাসটিতে ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময় সুস্থ হয়েছেন ২০১ জন।

সোমবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮২ হাজার ৭৪৩ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

আইএ/

আর্কাইভ