• ঢাকা বুধবার
    ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

জাপানের জলসীমায় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১০:২৯ এএম

জাপানের জলসীমায় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

কোরিয়া উপদ্বীপ আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাপানের জলসীমা লক্ষ্য করে কমপক্ষে একটি অস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এমনটাই বলছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর বিবিসি ও আল-জাজিরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে ছোড়া এ বস্তুকে দক্ষিণ কোরিয়া যুদ্ধাস্ত্র বলে উল্লেখ করেছে। তবে জাপান বলছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

কয়েকদিন আগে জাতিসংঘে পিয়ংইয়ং-এর দূত বলেছিলেন, বৈরি পরিস্থিতির কারণে তাদের অস্ত্র পরীক্ষার ‘ন্যায়নিষ্ঠ অধিকার’ রয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে কথা বলারও আগ্রহ প্রকাশ করেন দূত। এর অল্প সময় পরই এ কাণ্ড।

দক্ষিণ কোরিয়ার জয়েন চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে পূর্ব সাগর নামে পরিচিত জাপান সাগরের দিকে অজ্ঞাত বস্তুটি ছোড়া হয়। প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে জাপানের সংবাদমাধ্যম জানায়, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে, যা জাতিসংঘের নিয়মানুসারে নিষিদ্ধ।

দক্ষিণ কোরিয়া বলছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একযোগে ঘটনাটি পর্যবেক্ষণ করছে তারা।

চলতি মাসে দুই দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। একই সময় দক্ষিণ কোরিয়াও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এ নিয়ে কোরীয় উপদ্বীপে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা চলছে।

 

শামীম/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ