
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৯:৪২ পিএম
ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে ঠিক কোথায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি।
শনিবার
(২৬ ফেব্রুয়ারি) ক্ষেপণাস্ত্রের আঘাত করা হয়।
রয়টার্সের এক প্রতিবেদনে
এ তথ্য জানানো হয়েছে।
কিয়েভ
প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটির একটি আঘাত হেনেছে
আবাসিক ভবনে। একটি ক্ষেপণাস্ত্র রাজধানীর
ঝুলিয়ানি বিমানবন্দরের পাশেই আঘাত করেছে। সামাজিক
যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত
সেই ভবনের ছবি ছড়িয়ে পড়েছে।
কিছু ভিডিওতে ওই ভবনে আগুন
জ্বলার দৃশ্যও দেখা গেছে।
এনএম /এফএ