• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বলুন তো এমন কোন জিনিস স্ত্রী দেয়, কিন্তু শ্যালিকা দেয় না?

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০৩:৫৮ এএম

বলুন তো এমন কোন জিনিস স্ত্রী দেয়, কিন্তু শ্যালিকা দেয় না?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে যান। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর উত্তর দেওয়া হল।

১) প্রশ্ন: ভারতের সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
উত্তর: বিহার।

২) প্রশ্ন: ইংরেজির i এবং j এই দুটি বর্ণের মাঝে যে ডট বা বিন্দু থাকে তাকে কী বলে?
উত্তর: টাইটেল (Title)।

৩) প্রশ্ন: ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর: দেরাদুন।

৪) প্রশ্ন: ‘লু’ কী?
উত্তর: গ্রীষ্মকালে উত্তর-পশ্চিমে ভারতের বিভিন্ন স্থানে দিনের বেলায় প্রচন্ড উষ্ণ বায়ু প্রবাহিত হয়, একেই বলে ‘লু’।

৫) প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জেলা রয়েছে?
উত্তর: উত্তর প্রদেশ।

৬) প্রশ্ন: দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয়?
উত্তর: শ্রীলঙ্কাকে।

৭) প্রশ্ন: ভারতের প্রথম ফাইভ স্টার হোটেল কোনটি?
উত্তর: ভারতের প্রথম ফাইভ স্টার হোটেল হলো তাজ হোটেল।


৮) প্রশ্ন: ঝুম একটি কি?
উত্তর: একটি চাষের পদ্ধতি, যা পাহাড়ি এলাকায় ধাপ কেটে করা হয়।

৯) প্রশ্ন: আনন্দমঠ গ্রন্থের লেখক কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১০) প্রশ্ন: ভিটামিন A-র ঘাটতি হলে কোন রোগটি হয়?
উত্তর: রাতকানা।


১১) প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি?
উত্তর: শুক্র গ্রহ (৩৯০° সে.)।

১২) প্রশ্ন: ভারতের শুষ্কতম স্থানের নাম কী?
উত্তর: রাজস্থানের বিকানি জেলার ব্রিয়াওয়ালী (৫৬°c)।

১৩) প্রশ্ন: ভারতের শীতলতম স্থান কোনটি?
উত্তর: লাদাখের দ্রাস (-৪৫°c)।

১৪) প্রশ্ন: বলুন তো এমন কোন জিনিস স্ত্রী দেয়, কিন্তু শ্যালিকা দেয় না?
উত্তর: ঘোমটা।

১৫) প্রশ্ন: রাতের বেলাতে আমরা কী করি যা দিনের আলোয় করা যায় না?
উত্তর: ডিনার করি।


এডিএস/

আর্কাইভ