• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এমন কোন জিনিস যা মেয়েদের স্নানের পরেও ভিজে যায় না?

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০২:৪০ এএম

এমন কোন জিনিস যা মেয়েদের স্নানের পরেও ভিজে যায় না?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রত্যেকের স্বপ্ন থাকে ইন্টারভিউতে ভালো রেজাল্ট করে চাকরি করা। তবে স্তরে পৌঁছানো খুব একটা সহজ নয়। যারা ইন্টারভিউ নেন, সিলেবাসের বাইরে এমন কিছু প্রশ্ন করে বসেন, যা শুনে প্রার্থীরা অবাক হন। যদিও প্রশ্নগুলো শুনে কঠিন মনে হলেও এর উত্তর প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকে। বিগত কয়েক বছরের ইন্টারভিউগুলিতে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল, এবার তা দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: ৭টি দ্বীপের শহর কাকে বলা হয়?
উত্তর: মুম্বাই।

২) প্রশ্ন: কোন দেশে সর্বাধিক অ্যাসিড বৃষ্টি হয়?
উত্তর: নরওয়ে।

৩) প্রশ্ন: ইউরিয়ার রাসায়নিক নাম কি?
উত্তর: কার্বামাইড।

৪) প্রশ্ন: করগাম কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: তামিলনাড়ু।

৫) প্রশ্ন: এমন কোন জিনিস যাকে যতই পরিষ্কার করা হয় ততই কালো হয়ে যায়?
উত্তর: ব্ল্যাকবোর্ড।

৬) প্রশ্ন: জন্মু ও কাশ্মীরে উরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: ঝিলম নদী।

৭) প্রশ্ন: ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? 
উত্তর: ডক্টর রাজেন্দ্র প্রসাদ।

৮) প্রশ্ন: বিহার বাংলা থেকে কবে পৃথক হয়?
উত্তর: ১৯১২ সালে।

৯) প্রশ্ন: হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: মহানদী।

১০) প্রশ্ন: কোন এমন জিনিস হসপিটালে বাইরে ফ্রীতে পাওয়া যায়, কিন্তু হসপিটালে টাকা দিয়ে কিনতে হয়?
উত্তর: অক্সিজেন।

১১) প্রশ্ন: বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: গ্রিনল্যান্ড।

১২) প্রশ্ন: নাগাল্যান্ডের প্রধান ভাষা কোনটি?
উত্তর: ইংরেজি।

১৩) প্রশ্ন: তুলা চাষের জন্য কোন মাটি উপযোগী?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি।

১৪) প্রশ্ন: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৬৯ সালে।

১৫) প্রশ্ন: এমন কোন জিনিস যা মেয়েদের স্নানের পরেও ভিজে যায় না? 
উত্তর: ছায়া (বিভ্রান্ত করার জন্যই প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছে)।

আর্কাইভ