 
              প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ১০:১৪ পিএম
 
                 
                            
              জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সারা দেশে পুলিশকে সতর্ক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ কথা জানান, যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
তিনি আরও জানান, পলাতক দুই জঙ্গির ছবি সব থানায় পাঠানো হয়েছে। সীমান্ত এলাকাতে বাড়ানো হয়েছে সতর্কতা।
ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, দুর্ধর্ষ আসামিদের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়গুলো এড়ানোর জন্য সবাইকে সমন্বিত করে একটা জায়গায় আনার চেষ্টা চলছে।
এদিকে, চকবাজারে হাজী মনসুর আহমেদ হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, টাকার জন্য তাকে হত্যা করেন তার নাতনি আনিকা। সহযোগিতা করেন তার মাদকাসক্ত প্রেমিক। এর পরিকল্পনা করা হয় মাসখানেক আগে। প্রথমে সিরেটিভ ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা চালান তারা। কিন্তু ইনজেকশন দিতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে শরীরে আঘাত পেয়ে মারা যান হাজী মনসুর ।
আইএ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      