
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৮:৪০ পিএম
চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন বলেন, দুপুর সোয়া ১২টায় বড়পোল মোড়ে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক কারণে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।
এনএমএম/এএল