
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:২৬ পিএম
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং তারপর পাকিস্তানের পাল্টা জবাবকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে। বিষয়টি নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
সংবাদমাধ্যম ‘আরটি’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুটি দেশকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া।
সে দেশের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার যেকোনো বহিঃপ্রকাশের তীব্র নিন্দা করে এবং এটিকে কার্যকরভাবে মোকাবিলা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।”
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “রাশিয়া দ্বিপাক্ষিক সমাধানের পক্ষে এবং (রাশিয়া) আশা করে যে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান মতবিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে।”
প্রসঙ্গত, রাশিয়া কয়েক দশক ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র, আবার পাকিস্তানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।
অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো দিল্লি ও ইসলামাবাদকে ‘সংযম প্রদর্শনের’ আহ্বান জানিয়েছেন।
এই প্রসঙ্গে একটি ফরাসী টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সন্ত্রাসবাদের অভিশাপ থেকে নিজেদের রক্ষা করার জন্য ভারতের আকাঙ্ক্ষাকে আমরা বুঝি। কিন্তু উত্তেজনা বৃদ্ধি এড়াতে এবং অবশ্যই বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম অনুশীলন করার আহ্বান জানাচ্ছি। ”