• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০৪:৩২ এএম

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। দুই দফা দাম কমানোর পর ফের দাম বাড়ানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। 
শুক্রবার (২৪ মার্চ) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে বুধবার (২২ মার্চ) ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। সব থেকে ভালো মানের দাম কমানো হয় ১ হাজার ১৬৭ টাকা।

সবশেষ মঙ্গলবার (২১ মার্চ) ঘোষণা দিয়ে বুধবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। অর্থাৎ দুইদিনে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। তবে, এখন আবার স্বর্ণের দাম বাড়ানো হলো। এর মাধ্যমে শেষ তিনদিনের প্রতিদিনই স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর আগে কখনো দেশের বাজারে এভাবে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়নি।

 

আরিয়ানএস/

আর্কাইভ