• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিইসির সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাই কমিশনার

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০৬:৫৬ পিএম

সিইসির সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাই কমিশনার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুক। রোববার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এ বৈঠকে বসেন তারা।

তবে আজ কী বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে এখনো তা জানা যায়নি। পরে সাংবাদিকদের ব্রিফ করবেন সিইসি বলে কমিশন সূত্রে জানা গেছে।

এর আগে চলতি মাসের শুরুতে (১ আগস্ট) সিইসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি জানান, দেশে বিরাজমান রাজনৈতিক সংকটের সমাধান হলে নির্বাচন কমিশনের পক্ষে ভোট গ্রহণ সহজ হবে। দেশে এখন যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সমাধান হলে ইসির পক্ষে ভোটগ্রহণ সহজ হবে। এটাই তাদের বলেছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী অক্টোবরে প্রাক নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র- সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যেকোনো দেশের শান্তি ও গণতন্ত্রের বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ