• ঢাকা সোমবার
    ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আম পাঠানোয় ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি

প্রকাশিত: জুলাই ৯, ২০২১, ০২:৩৯ পিএম

আম পাঠানোয় ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আম উপহার পেয়ে ঢাকার আতিথেয়তার সুখস্মৃতির কথা মনে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আম পাঠানোয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এক চিঠি পাঠিয়েছেন মোদি।

আম উপহার পাওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ৫ জুলাই লেখা চিঠিতে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদির লেখা চিঠিতে ছিল, 'বাংলাদেশ থেকে আপনার পাঠানো আম উপহার আমাকে অভিভূত করেছে। এই উপহার আমার কাছে সম্প্রতি ঢাকা সফরের সময়কার চমৎকার আতিথেয়তার সুখস্মৃতিকে ফিরিয়ে এনেছে।'

চিঠিতে আরও লেখা ছিল, 'কোভিড-১৯ মহামারির প্রতিবন্ধকতা সত্ত্বেও দুই দেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সমুন্নত করেছে। করোনা বাধা সত্ত্বেও আমাদের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এবং উদ্যোগগুলো এগোচ্ছে। যা সুখকর বিষয়।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৪ জুলাই স্থলসীমান্ত দিয়ে হাঁড়িভাঙা আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্রাট/এএমকে
আর্কাইভ