 
              প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০৩:০৫ পিএম
 
                 
                            
              দুর্নীতিবাজরা না থাকায় এবারের ঈদুল আজহায় বড় গরু কম বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
কোরবানির বাজার পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার, যাতে ক্রেতা-বিক্রেতা সবাই খুশি থাকে। তবে, আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত ক্রেতারা বেশি খুশি বিক্রেতার চেয়ে।
তিনি বলেন, এবার দুর্নীতিবাজরা না থাকায় বড় গরু বিক্রি হচ্ছে কম। আগে দুর্নীতির টাকা ছিল। এখন তো সেই দুর্নীতিবাজরা নাই। দুর্নীতির টাকাও নাই। সে জন্য বড় গরুর ক্রেতাও কম।
একইদিন কাফরুল থানা ও মিরপুর পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) পরিদর্শন করেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোরবানির পশুর গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট একটু বেশি। তবে, পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। আইজিপি নিজেই এসব তদারকি করছেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      