 
              প্রকাশিত: জুন ২২, ২০২৫, ১২:০২ পিএম
 
                 
                            
              প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখের মিছিল নিয়ে রওনা হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিদেশফেরতপ্রবাসীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে পুলিশের বাধায় পড়েন তারা। পরে সেখানে অবস্থান নেন বিদেশফেরতপ্রবাসীরা।
‘জুলাইয়ে আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত জেলফেরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা’ ব্যানারে পরীবাগ মোড়ে আজ রোববার সকাল ১১টার দিকে সমবেত হন শতাধিক নারীপুরুষ। একটু পর তারা যমুনা অভিমুখে মিছিল নিয়ে রওনা হন। রাজসিক মোড়ে বাধাপ্রাপ্ত হন তারা। পরে সেখানে অবস্থান নেন তারা।
মিছিলে অংশ নেওয়ারা জানায়, সংযুক্ত আরব আমিরাতের কারাগারে ২৫ জনসহ সৌদি আরবে এবং অন্য দেশগুলোতে আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীরা এখনও কারাগারে আটক রয়েছেন। তাদের মুক্তির জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বানে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যান প্রবাসীরা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      