• ঢাকা মঙ্গলবার
    ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সাইবার অ্যাটাক ও প্রোপাগান্ডা চালিয়ে ভোট কমানোর অপচেষ্টা হয়েছে: শামীম

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:২৫ এএম

সাইবার অ্যাটাক ও প্রোপাগান্ডা চালিয়ে ভোট কমানোর অপচেষ্টা হয়েছে: শামীম

সিটি নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে ভোটপ্রদান শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে ভোট তার কমানোর অপচেষ্টা করা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচক্ষণ, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছেন তিনি।

শামীম আরও হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কোন আশঙ্কা নেই। পরিবেশ সুন্দর। সুষ্ঠু ভোট হওয়ার প্রত্যাশা করছেন স্বতন্ত্র এই প্রার্থী।

এর আগে সকাল ৮টায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৪টার আগে লাইনে যারা দাঁড়াবেন সভাই ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো ক্যাম্পাস এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে। নিরাপত্তার জন্য টিএসসি এলাকায় পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ করা হয়েছে। পাশাপাশি সবকটি প্রবেশপথে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা দায়িত্বপালন করছেন।এর সাথে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

এবার ভোট দেবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ