প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৪:২৮ পিএম
জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আজ দুপুরে জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। একপর্যায়ে মিছিলটি প্রেসক্লাবের সামনে এলে পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যায়।