• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:৩৪ পিএম

পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সংখ্যানুপাতিক ভোট বা পিআর পদ্ধতির ভোট কেউ বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। পিআর বোঝে না কেউ। ভোট হবে এক ব্যক্তি এক ভোট। যা মানুষ বোঝে না তা কেন হবে?”

ঠাকুরগাঁওয়ে বিএনপির এক সমাবেশে তিনি আজ এই কথা বলেন।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে “দুর্বল সরকার” অভিহিত করে তিনি বলেন, “তাকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারে। জনগণ নির্বাচন চায়, আর কোনো আপস নাই। আপস হবো না। পিআর টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে৷”

দাবি-দাওয়া নিয়ে নির্বাচিত সংসদে আলোচনা হবে–– এই মন্তব্য করে তিনি বলেন, “মারামারি আর করতে চাই না, প্রাণ দিতে হবে না শিশুদের। রাজধানীতে যাওয়া যায় না, আন্দোলন আর আন্দোলন।“

আর্কাইভ