• ঢাকা শুক্রবার
    ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

জোটের বিষয়টি সময় বলে দেবে, তবে জামায়াতের সাথে নয়: সালাহউদ্দিন

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৭:১৫ পিএম

জোটের বিষয়টি সময় বলে দেবে, তবে জামায়াতের সাথে নয়: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। যা আজ শুক্রবার (১১ জুলাই) প্রকাশিত হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে কৌশলগত কারণে জামায়াতের সঙ্গে জোট করেছি। কিন্তু এখন দলটির সঙ্গে জোটের সম্ভাবনা বা প্রয়োজন দেখছি না।

এনসিপির সঙ্গে জোট গঠনের সম্ভাব্যতা নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে। কী হয় তা সময়ই বলে দেবে।

জোট গঠন প্রসঙ্গে দলটির এই শীর্ষ নেতা বলেন, একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেয়া দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে বিএনপি মনোযোগী। এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না। সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে। বিএনপি শেষ পর্যন্ত কী কৌশল নেয় এবং কার সঙ্গে জোট করে তার জন্য অপেক্ষা করতে হবে।

বিএনপির এ নেতা আরও বলেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি-দাওয়া তুলছে, তা দলগুলোর বৃহত্তর কৌশলের অংশ। অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।

ঐকমত্য কমিশনের আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই আলোচনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হচ্ছে বলে মনে হচ্ছে। কমিশনের বৈঠক পরিচালনায় কিছু ঘাটতি রয়েছে। যা প্রক্রিয়াটিকে সময়সাপেক্ষ করে তুলছে। যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই আলোচনা শেষ হওয়া উচিত ছিল। অপ্রয়োজনীয় দীর্ঘসূতিতা নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। এই আলোচনা আর বেশি দিন চলবে না বলে আশা করছি। এখন একটা সারসংক্ষেপ ও সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন।

দেশ পিআর পদ্ধতির জন্য প্রস্তুত নয় জানিয়ে এই নেতা বলেন, বাংলাদেশে এমন একটি রাজনৈতিক কাঠামো দরকার, যেখানে জনগণ সরাসরি প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে। পিআর দেশে আগে কখনও প্রয়োগ হয়নি। জনগণও এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। তাছাড়া, এই ব্যবস্থায় স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের সুযোগ হারাবেন। কেউ যদি খুব জনপ্রিয়ও হন, কিন্তু কোনো দলে না থাকেন, তাহলে তিনি নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন না। এটি অন্যায় ও অগণতান্ত্রিক।

ছোট দলগুলো পিআর চাওয়া নিয়ে সালাহউদ্দিন বলেন, এতে তারা কম ভোট পেয়েও বেশি আসন পেতে পারে। কিন্তু এর ফলে দুর্বল জোট সরকার গঠিত হয়। দেশে শক্তিশালী নেতৃত্ব গড়ে ওঠে না।

বিএনপির জোটসঙ্গী দলগুলোর মধ্যেও মতপার্থক্য দেখা দিতে পারে উল্লেখ করে তিনি বলেছেন, এটি আসলে দর কষাকষির কৌশলেরই অংশ হতে পারে। যেমন ধরুন আসন ভাগাভাগি।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আর কোনও রাজনৈতিক দল নয় বলে আমি মনে করি। তারা বহু আগেই তাদের আদর্শ ও চরিত্র হারিয়েছে। তারা এখন একটি অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী ও মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে।

আর্কাইভ