• ঢাকা মঙ্গলবার
    ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

যুক্তরাজ্যের আদলে ক্রিয়েটিভ ইকোনমি তৈরির পরিকল্পনা বিএনপির: আমীর খসরু

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৬:৫৪ পিএম

যুক্তরাজ্যের আদলে ক্রিয়েটিভ ইকোনমি তৈরির পরিকল্পনা বিএনপির: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে যুক্তরাজ্যের আদলে ক্রিয়েটিভ ইকোনমি তৈরির পরিকল্পনা নিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচিত হলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা বিএনপির রাজনৈতিক অঙ্গিকার। বিএনপি ক্ষমতায় গেলে বড় বড় মেগা প্রকল্প করা নয়, কর্মক্ষম লোকদের পূর্ণাঙ্গ সুযোগ তৈরি করবে।

বাংলাদেশ বিশ্বের অতি নিয়ন্ত্রিত দেশ জানিয়ে আমীর খসরু বলেন, সরকারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ কমিয়ে আনতে হবে। শতভাগ ঐকমত্য হলে ভিন্ন দলেরই প্রয়োজন হতো না বলেও মন্তব্য করেন তিনি।

আর্কাইভ