 
              প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ১১:০৩ পিএম
 
                 
                            
              রাজধানীর নয়াপল্টনে চলছে জাতীয়তাবাদী যুবদলের ‘যুব সমাবেশ’। সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশটি আয়োজন করেন তারা। সমাবেশের কারণে বন্ধ রয়েছে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের যানবাহন চলাচল।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করছে যুবদল। সমাবেশস্থলে জড়ো হওয়ার সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও সরকারবিরোধী নানা শ্লোগান দিতে থাকেন। সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে দেখা গেছে।
যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত, বিভাগীয় শহরে রক্তদান কর্মসূচি, বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো ও সারাদেশে পোস্টার লাগানো হয়েছে।
এআরআই
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      