
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৩:১৬ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের উন্নয়ন বিএনপি মেনে নিতে পারেনি। এ জন্য বিএনপির নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিবের অন্তরে বিষ আর বিষ বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৮ মার্চ) রাজধানীর ধোলাইখালে আওয়ামী লীগের সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি সরকারের উন্নয়ন দেখতে পারে না। মির্জা ফখরুল নামের এক লোক আছে। তাকে দেখতে মনে হয় ভদ্রলোক। তবে অন্তরে তার বিষ আর বিষ। বাংলাদেশের সেরা মিথ্যাচার তিনি করেছেন, সেরা প্যাথলজিক্যাল লায়ারের নাম মির্জা ফখরুল।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা বলেন সরকার দুর্নীতি করেছে। কিন্তু যারা বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে তাদের মুখে এসব কথা মানায় না। দলটির দুটি গুণ- দুর্নীতি আর মানুষ খুন।’
আওয়ামী লীগ সরকার কোনো দুর্নীতি করেনি দাবি করে তিনি বলেন, ‘আমরা বলতে চাই, দুর্নীতিবাজ হলে সরকার এত প্রকল্পের বাস্তবায়ন করতে পারতো না। সরকার দেশকে চুরির হাত থেকে বাঁচিয়েছে। দেশের রাজনীতিকে গণতান্ত্রিক করেছেন শেখ হাসিনা।’
সমাবেশে সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ দলটির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
আরিয়ানএস/