 
              প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৪:৪১ পিএম
 
                 
                            
              আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর। এই নির্বাচনে কেউ বাধা দিতে চাইলে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২৮ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, ভবিষ্যতেও আসবে। তাই দেশবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষা করা আমাদের কাজ। সরকার জেনেবুঝে বিএনপির মতো একটি দলের হাতে দেশ পরিচালনার ভার তুলে দিতে পারে না।’
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      