• ঢাকা শুক্রবার
    ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

১১ দলীয় জোট ক্ষমতায় এলে সরকারে থেকে ইশতেহার বাস্তবায়ন করব: নাহিদ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:৪৭ পিএম

১১ দলীয় জোট ক্ষমতায় এলে সরকারে থেকে ইশতেহার বাস্তবায়ন করব: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি ১১ দলীয় জোট সরকার গঠন করে, তাহলে সরকারের মধ্যে থেকে এসব ইশতেহার বাস্তবায়নের চেষ্টা করব। আমি সরকারের মধ্যে থাকার সময় অনেক কিছু অর্জনও করেছি আবার অনেক ক্ষেত্রে ব্যর্থও হয়েছি। আমাদের ইশতেহারে অগ্রাধিকারের ভিত্তিতে ৩৬টি বিষয় অন্তর্ভুক্ত করেছি। ফলে অনেক বিষয় হয়তো আসেনি। তবে এগুলো আমাদের অগ্রাধিকারে থাকবে। সরকারের অংশীদার হলে এগুলো আমরা বাস্তবায়ন করব।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে দলীয় ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি এর আয়োজন করে।

ইশতেহার ঘোষণার আগে নাহিদ ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার কারণে এই প্রশ্নটা অনেকবার এসেছে যে, নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে কি না। এর পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা হয়েছে। নতুন বন্দোবস্তের লড়াই আমরা শুরু করেছিলাম- এখনো আমরা সেই দাবিতেই অনড় আছি। অন্তর্বর্তী সরকারের সময় প্রথমেই আমাদের লক্ষ্য ছিল সাংবিধানিক পরিবর্তন। আমরা নতুন সংবিধান চেয়েছিলাম। কিন্তু একটা পর্যায়ে এসে সংস্কারে মাধ্যমে মধ্যস্ততা হয়। সেখানেও আমরা পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাটা আমরা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি। দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে এটা আমাদের অর্জন করতে হবে।

তিনি বলেন, আমরা অনেক সুযোগ হারিয়েছি। কিন্তু এই সময়ে আমাদের অনেক কিছু অর্জনও হয়েছে। সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি যা গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে। আমরা নতুন বন্দোবস্তের সেই লড়াইয়ের দিকেই যাব। অনেকেই প্রশ্ন করেছেন যে, পুরোনো একটা দলের সঙ্গে জোট করার ফলে আমরা আমাদের নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে আসলাম কি না। আমরা আগেই স্পষ্ট করেছি যে, আমরা যে জোট করেছি, সেই জোটের দলগুলো ন্যূনতম কিছু রাজনৈতিক জায়গায় ঐক্যমত্য হয়েছে। এটা মূলত একটা নির্বাচনী জোট। এই জোটের নাম হলো- ১১ দলীয় নির্বাচনী ঐক্য। আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের সংস্কারের দাবি বাস্তবায়ন করব। এ কারণে আমাদের ইশতেহারটা আলাদা করে দিয়েছি।

এনসিপি আহ্বায়ক বলেন, আমাদের জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে জোটের কোনো নির্দিষ্ট দলের আদর্শ বা নীতি সরকারে প্রভাব ফেলবে না। বরং আমরা একটা সমন্বিত জায়গায় কাজ করব। সংস্কার, বিচার, দুর্নীতি ও আধিপত্যবাদবিরোধী আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি সেই জায়গায় আমরা ঐকমত্যে থাকব।

তিনি বলেন, আমাদের ইশতেহার বিচ্ছিন্ন জায়গা থেকে আসেনি। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা সারাদেশের মানুষের সঙ্গে কথা বলেছি, আমরা বিভিন্ন সেমিনার করেছি, বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। সামগ্রিক মতামতের ভিত্তিতেই এই ইশতেহার। আমাদের ইশতেহারের মধ্যে তারুণ্য ও মর্যাদাকে গুরুত্ব দিয়েছি।

আর্কাইভ