• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একযোগে ১৬ জেলায় বিএনপির জনসমাবেশ

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৪:৫৪ পিএম

একযোগে ১৬ জেলায় বিএনপির জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ ১৬ জেলায় একযোগে জনসমাবেশ করবে বিএনপি।

শুক্রবার (২৬ মে) আয়োজিত এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গেছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, দুপুর আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়কের পশ্চিম প্রান্তে জনসমাবেশ হবে। যদিও এতে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

 
তবে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বগুড়ায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মানিকগঞ্জে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, লক্ষ্মীপুরে আমীর খসরু মাহমুদ চৌধুরী, শেরপুরে বেগম সেলিমা রহমান, খাগড়াছড়িতে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু, পিরোজপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মাদারীপুরে যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নীলফামারী জেলার সৈয়দপুরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।


এডিএস/

আর্কাইভ