 
              প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০২:৫৭ এএম
---2023-05-30T205722944-20230530145737.jpg) 
                 ছবি: সংগৃহীত
ইসলামের প্রসার ও আলেম-ওলামাদের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি কাজ করেছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে সমর্থন দিতে তিনি আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ মে) রাজধানীর বেইলি রোডে ধর্ম প্রতিমন্ত্রীর বাসভবনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, বিএনপি আর জাতীয় পার্টি ইসলামের কথা বলে আলেমদের ধোঁকা দিয়েছে। আওয়ামী লীগ দেয়নি। আওয়ামী লীগ সবসময় আলেমদের সঙ্গে ছিল। আলেম সমাজের মূল্যায়ন আওয়ামী লীগের কাছে সবচেয়ে বেশি।
নৌকার পক্ষে আলেমদের কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আলেমদের সমর্থন চায় আওয়ামী লীগ।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পর বাংলাদেশে ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাকিস্তান আমলেও এত সরকারি মসজিদ হয়নি যা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে অনেক মডেল মসজিদ হয়েছে। আলেমদের জন্য মক্তব করা হয়েছে। ইসলামের জন্য আওয়ামী লীগ অনেক কাজ করেছে।
                      
তিনি বলেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি খালেদা জিয়া ঝুলিয়ে রেখেছিলেন, আওয়ামী লীগ সরকার এসে সে স্বীকৃতি দিয়েছে।
জিয়াউর রহমান মদ ও জুয়ার লাইসেন্স দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ এসব বন্ধ করেছে।
মতবিনিময় সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      