• ঢাকা সোমবার
    ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
হুংকার দিয়ে মির্জা ফখরুল বলেছেন

‘এনাফ ইজ এনাফ’ মানুষকে অনেক বোকা বানানো হয়ছে, আর নয়

প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৭:২৯ পিএম

‘এনাফ ইজ এনাফ’ মানুষকে অনেক বোকা বানানো হয়ছে, আর নয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার জন্য সরকারের কঠোর সমালোচনা করে হুংকার দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এনাফ ইজ এনাফ’–মানুষকে অনেক বোকা বানানো হয়ছে, আর নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘এনাফ ইজ এনাফ‍‍`–মানুষকে অনেক বোকা বানানো হয়ছে, আর নয়। উন্নয়ন নাকি বিএনপি চোখে দেখে না। বিএনপির নাকি চোখে ঠসা পড়েছে। কিন্তু দেশের সর্বকালের সবচেয়ে খারাপ অবস্থা অর্থনীতির। ব্যাংক খালি করে দিয়েছে, টাকা পাচার করেছে সরকারের লোকেরা।’

বুধবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। প্রতিবাদ না করলে, রুখে না দাঁড়ালে দাবি আদায় সম্ভব হয় না। ভয় দেখিয়ে লাভ নেই। ভয়কে জয় করে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে।

ফখরুল বলেন, সংকটময় মুহূর্ত অতিক্রম করছে সবাই। যে যেখানে আছে, সেখান থেকে দাবি তুলতে হবে। গণতন্ত্রের জন্য কথা বলতে হবে, দায়িত্ব নিতে হবে সবাইকে। তৃপ্তির ঢেকুর যারা তোলে, তাদের বিরুদ্ধে লড়তে হবে।

এ সময় ক্ষমতাসীনদের মামলা শেষ করার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘মামলার পুরোনো খেলা হচ্ছে, মামলাগুলো দ্রুত শেষ করে দিচ্ছে। এক/এগারোর সময়কার মামলায় ক্ষমতাসীনরা তাদের মামলা উঠিয়ে নিয়েছে, বিএনপির নেতাদের সাজা দিচ্ছে।’

‘ভয় দেখিয়ে লাভ নেই। ভয়কে জয় করে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন কখনো অবাধ, সুষ্ঠু হতে পারে না–এটা প্রমাণিত। অংশগ্রহণমূলক ছাড়া কোনো নির্বাচনই সংবিধানে গ্রহণযোগ্য হবে না,’ যোগ করেন তিনি।

 

জেকেএস/

আর্কাইভ