• ঢাকা শুক্রবার
    ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

মালয়েশিয়ায় আটক আরও ৩৮ বাংলাদেশি

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৪:২৭ পিএম

মালয়েশিয়ায় আটক আরও ৩৮ বাংলাদেশি

সিটি নিউজ ডেস্ক

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে আরও ৩৮ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।  

গত বুধবার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরি ও কুলাই এলাকার ৪৩টি স্থানে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৯৯ জনকে তল্লাশি করা হয় এবং তাদের মধ্যে ৯৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি। 

এই ৩৮ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ২০ জন, মিয়ানমারের ২২ জন, পাকিস্তানের ৬ জন, ভারতের ৪ জন, ভিয়েতনামের ২ জন, নেপালের ১ জন এবং থাইল্যান্ডের ১ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

এই অভিযানে এনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিট এবং মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (AKPS)-এর কর্মকর্তারা অংশ নেন।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুইজন স্থানীয় নাগরিক এবং একজন প্রাঙ্গণ ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদেরকে আরও তদন্তের জন্য সেতিয়া ট্রপিকানা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ নিয়োগকর্তাদের সতর্ক করে দিয়েছে, তারা যেন কোনো অবৈধ অভিবাসীকে আশ্রয় বা নিয়োগ না দেন। এছাড়া, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে যেকোনো পক্ষের তথ্যের সত্যতা যাচাই করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আর্কাইভ