 
              প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৮:২৪ পিএম
-20230603082419.jpg) 
                 
                            
              মালয়েশিয়ায় বিভিন্ন এলাকায় অননুমোদিত পার্কিং বসিয়ে অর্থ আদায়ের অভিযোগে এক বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এনফোর্সমেন্ট ফোর্সের সদস্যরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে 8টার দিকে কুয়ালালামপুরের জালান দেওয়ান সুলতান সুলাইমান, জালান বুকিত বিনতাং ও জালান চ্যান সো লিনের আশেপাশে অননুমোদিত পার্কিং সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের স্পেশাল অ্যাকশন টিমের সদস্যরা।
 
ডিবিকেএল এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বাংলাদেশি ও স্থানীয় তিনজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এসব এলাকায় দিন-রাত রাস্তা, ফুটপাথ, উন্মুক্ত স্থান বা যেকোনো পাবলিক পার্কিং স্পেসসহ পাবলিক এলাকাগুলোতে এই কার্যক্রম পরিচালিত করে আসছিলেন।
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      