 
              প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৯:০৩ পিএম
 
                 
                            
              প্রথম দিনের ১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই তাইজুলের ঘুর্ণিতে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় ভারত। ঢাকা টেস্টে লাঞ্চের পর ঋষভ পন্থ ও শ্রেয়াশ আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ৪ উইকেটে ২২৬ রান করে চা পান বিরতিতে গেছে ভারত। তবে ঋষভ পন্থ ও শ্রেয়াশ আইয়ারে মারমুখী ব্যাটিংয়ে মাত্র ১ রানে পিছিয়ে থেকে চা পান বিরতিতে যায় ভারত।
প্রথম দিনের ১৯ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শুরুতেই দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৪৫ বলে ১০ রান করা লোকেশ রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। এরপর দলীয় ৩৮ রানে ভারতের আরেক ওপেনার শিবমন গিলকে সাজঘরে ফেরান তাইজুল। ৩৯ বলে ২০ রান করে আউট হন গিল। গিলের বিদায়ের পর পূজারাকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন বিরাট কোহলি।তবে দলীয় ৭২ রানে ফের আঘাত হানেন তাইজুল ইসলাম। ৫৫ বলে ২৪ রান করা পূজারাকে আউট করেন তাইজুল। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় ভারত। কোহলি ১৮ ও ঋষভ পন্থ ১২ রান করে অপরাজিত থাকেন।
লাঞ্চ বিরতি থেকে ফিরে আবারও উইকেট হারায় ভারত। দলীয় ৯৪ রানে বিরাট কোহলিকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। ৭৩ বলে ২৪ রান করে সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কোহলি। তার বিদায়ের পর ক্রিজে আসেন শেয়াস আইয়ার।
ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে মারমুখী ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন আইয়ার। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে নিজের অর্ধশতক তুলে নেন ঋষভ পন্থ। চার-ছক্কায় তান্ডব চালান তিনি। অন্যদিকে ব্যাক্তিগত ২১ রানে সাকিবের বলে সোহান স্ট্যাম্পিং মিস করলে জীবন পান আইয়ার। এরপর সাবলীল ব্যাটিং করতে থাকেন আইয়ার। ৬০ বলে তিনিও পৌঁছে যান নিজের অর্ধশতকে।
শেষ পর্যন্ত ৪ উইকেটে ২২৬ রান করে চা পান বিরতিতে যায় ভারত। ঋষভ পন্থ ৯০ বলে ৮৬ ও শ্রেয়াস আইয়ার ৬৮ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন।
এনএমএম/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      