• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিজের সেরা গোলগুলোর ভিডিও দেখে আবেগে চোখ মুছলেন মেসি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৪:৫১ এএম

নিজের সেরা গোলগুলোর ভিডিও দেখে আবেগে চোখ মুছলেন মেসি

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির ক্যারিয়ার দুই দশকের বেশি সময়ের। বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উত্থানের পর তিনি ক্লাব ও আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৭৯৪টি গোল করেছেন। নিজের অনেক গোল হয়তো মেসির নিজেরও মনে নেই। এমন অনেক গোল আছে, যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার দেখা হয়।

সম্প্রতি আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেল মেসির ক্যারিয়ারের কিছু দুর্দান্ত গোলের ভিডিও চালিয়েছিল আর্জেন্টাইন অধিনায়কের সামনেই। সেই গোলগুলো দেখে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

গোলের ভিডিওগুলো যখন চালানো হচ্ছিল, তখন ক্যামেরা ধরা ছিল মেসির মুখের ওপরই। গোলগুলোর সময় তাঁর অভিব্যক্তি ধরা পড়ছিল তাতে।

অনুষ্ঠানটির আয়োজনই হয়েছিল গোলগুলোর মুহূর্তে মেসির আবেগ খুঁটিয়ে দেখার জন্য। বেশির ভাগ গোলের ভিডিওর সময়ই মেসি মৃদু হেসেছেন। তবে একটি গোল দেখে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। গোলটি অবশ্য তাঁর নয়, আনহেল দি মারিয়ার। গোলটি ২০২১ সালে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের।

দি মারিয়ার সেই গোলেই আর্জেন্টিনার জার্সিতে প্রথম আন্তর্জাতিক শিরোপা হাতে তুলেছিলেন মেসি। কোপার সেই সাফল্যের পথ ধরে এরপর জিতেছেন ফিনালিসিমা আর বিশ্বকাপের ট্রফিও। দি মারিয়ার গোলের দৃশ্যটি দেখে মেসি প্রথমে হেসে উঠলেও এরপর তাঁর চোখ ছলছল করে ওঠে। হাত দিয়ে চোখ মুছতে থাকেন তিনি।

এ অনুষ্ঠানে মেসির ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্তের ভিডিও দেখানো হয়নি। গত মাসে কাতারে তাঁর নেতৃত্বেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসি পুরো দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ৭টি গোল করেছেন, সতীর্থদের করিয়েছেন আরও ৫টি। ফাইনালেই করেছেন জোড়া গোল। আর্জেন্টাইন টিভির সেই অনুষ্ঠানে বিশ্বকাপের গোলগুলো দেখালে হয়তো ‘সেরা মুহূর্ত’ হিসেবে কাতারের গোলগুলোর কথাই বলতেন।

আর্কাইভ