 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১১:১৬ পিএম
 
                 
                            
              ৯০ রানের ইনিংসে আফগানিস্তানের হয়ে লড়াই করলেন রেহমাত শাহ, তারপরও বড় ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানের চার জনই স্পর্শ করলেন পঞ্চাশ। তাদের একজন করলেন সেঞ্চুরি। আফগানিস্তানের প্রথম পাঁচ জনের মধ্যে একজন পঞ্চাশ ছাড়াতে পারলেও বাকিরা যেতে পারলেন না বিশ রানেও। দুই দলের পার্থক্যও ফুটে উঠল এতে। রান তাড়ায় পাত্তাই পেল না আফগানরা। বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভসূচনা করল প্রোটিয়ারা।
টুর্নামেন্টে দুই দলের প্রথম ম্যাচে শুক্রবার ১০৭ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। করাচির জাতীয় স্টেডিয়ামে ৩১৬ রানের লক্ষ্য তাড়ায় ২০৮ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান।
ওয়ানডেতে টানা ৬ ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার নায়ক ওপেনার রায়ান রিকেলটন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ৭ চার ও ১ ছক্কায় ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলেন ২৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। পরে দুটি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা তিনিই।
দলকে তিনশ ছাড়ানো পুঁজি এনে দিতে এছাড়া ফিফটি করেন টেম্বা বাভুমা (৫৮), রাসি ফন ডার ডাসেন (৫২) ও এইডেন মার্করাম (৫২*)।
আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে বলতে গেলে একাই লড়াই করেন রেহমাত শাহ। ৯২ বলে ৯০ রানের ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ১৮, দুজনের।
দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচ জন হাত ঘুরিয়ে উইকেটের দেখা পান প্রত্যেকে। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার পেসার কাগিসো রাবাদা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১৫/৬ (রিকেলটন ১০৩, ডি জর্জি ১১, বাভুমা ৫৮, ফন ডাসেন ৫২, মার্করাম ৫২*, মিলার ১৪, ইয়ানসেন ০, মুল্ডার ১২*; ফারুকি ৮-০-৫৯-১, ওমারজাই ৬-০-৩৯-১, নাবি ১০-০-৫১-২, রাশিদ ১০-০-৫৯-০, নাইব ৭-০-৪২-০, নুর ৯-০-৬৫-১)
আফগানিস্তান: ৪৩.৩ ওভারে ২০৮ (গুরবাজ ১০, ইব্রাহিম ১৭, সেদিকউল্লাহ ১৬, রেহমাত ৯০, শাহিদি ০, ওমারজাই ১৮, নাবি ৮, নাইব ১৩, রাশিদ ১৮, নুর ; ইয়ানসেন ৮-১-৩২-১, এনগিডি ৮-০-৫৬-২, রাবাদা ৮.৩-১-৩৬-৩, মুল্ডার ৯-০-৩৬-২, মহারাজ ১০-০-৩৪৬-১)
ফল: দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রায়ান রিকেলটন
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      